আমি মনে হয় হৃদয়রে মাইরা ফেলছি
বহুদিন হইলো আর আওয়াজ করে না,
আগেপরে কত কিসের তদবির করতো
কাঁধ ফিরিয়ে এখন কিনা একটু নড়ে না।
অনুভূতি শূণ্যতায় আছে অসাড় কোমায়
মগজের ধোলাই খাইয়া বড্ডই সে আহত,
মাঝেমধ্যে ডাকি নীল আকাশ দেখাইতে
সাড়া দিতে রক্ত ছিঁটায় তাজা তাজা ক্ষত।
এহেন যন্ত্রনায় মগজের একটু মায়াই হয়
ভাবে, জমাট রক্ত একদিন পাথর হইবো,
পাথর গলবো না মোমের মত নির্বুদ্ধিতায় -
এই আঘাতের বন্দনা তখন ঠিকই গাইবো।
আমারে সে ডিক্টেটর বলে পাষণ্ড একটা
জানেনা তার এ অবস্থায় আমিই ব্যথা পাই,
সে আছে নেতিয়ে মরার ভানে অভিযোগে
আমি তো জানি স্বার্থপর গোটা জগতটাই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১/১০/২০২৩ (সকালে)