আমার অনুভূতি সব ছড়িয়ে ছিটিয়ে আছে
দ্যাখো না; এলোমেলো অগোছালো একদম,
স্বাদ আহ্লাদ আছে তো; তবে সবই ঠুনকো
অযত্নে অবহেলায় হাল দুর্বিষহ নির্মম।
তাই হয়তো বেমানান খেয়াল খুশিতে
ইচ্ছে না থাকলেও আঘাত করেই ফেলি,
খর্বকায় প্রাণের স্পন্দন সে তো বুঝে না
কত আবেগতাড়িত এ যত্নের জোড়াতালি।
সাধ্বী মুখের হাসি দেখা তা কম কিসে?
তবুও কত প্রতীক্ষার প্রহর একবেলা তীব্র হয়,
বুকের বালিশে যে মাথা রাখতে বলবো
ভেতরে যে আগুন শিখা, বাড়ে তাতে সংশয়।
ভালো রাখার দায় আছে বলেই কিনা
ভালোবাসতে ভয়ে ভয়ে বিবেকের সাড়া
নিশ্বাসে বাহির বাঁচে আর বিশ্বাসে ভেতর
আমার; আমার না; এই ভেবে দিশাহারা।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১১/১১/২০২২ ( রাত দু'টা )