বিস্ময় প্রকাশে মজবুর ছিলাম
মাশা-আল্লাহ! বলেছি তাই স্বপ্নে;
জ্যোতি বুঝি সে চোখের তারার
কি তুলনা দিই বল অমূল্য রত্নে?
সাধ্বী মুখটা করে বরফ শীতল
বুকের বামের গহীন ভিতরের দিক,
আমি অপলক তাকিয়ে স্তম্ভিত
ভাবি বিধাতা কতই না শৈল্পিক!
নত চোখে তার কাচুমাচু ভাব
দীঘল কেশে বেলীফুলের ঘ্রাণ,
মুঠিতে আনমনে আঁচল গুঁজে
চুড়ির শব্দে জাগরিত অভিমান।
আলগোছে তব মাথা কোলে দিলে
স্মিথহাসে সে রাঙিয়ে ঠোঁটের কোণ,
কাজলের চোখে আকাশ দেখি
নীলের বুকে করি ঘুড়ির উন্মোচন।
অধিকারের নাটাই সুতো ছাড়ে
মেঘ ছুঁতেই ঝাপিয়ে পড়ে চিল!
আঁতকে উঠি! ডাকি, 'তিলোত্তমা'
বড্ড সখের ওই চিবুকের তিল!
রাত গড়ালো নানান উৎকণ্ঠায়
কানে ভেসে আসে আযানের ধ্বনি,
সোপর্দ করি তারে বিধাতার হাতে
যাতে কল্যাণ সেটাই করুক উনি।
হয়ে মুসাফির কাবলিওয়ালা
এক চিলতে রোদের দেখা পাই,
জীবনের অমানিশা গভীর কালো
খোয়াবনামাও যেন যাচ্ছেতাই!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২/০৮/২০২৩ (ভোরে)