উজবুকের মাথায় কাঁচা পাকা শব্দের ইট
জীবনের বৈচিত্র্যে স্তম্ভিত থাকি আজকাল,
কবিতার নামে ঢেলেছি অনু়ভবের কংক্রিট
বহুতলা ভবনের প্রয়াসে কলম নাজেহাল।
কেমন ব্যবচ্ছেদের শাখাসব আকাশ ছোঁয়
মানুষে মানুষে দৌরথ আজ কাশফুলের মত,
কি শুভ্র নির্মল মুখোশে ভালমানুষির পরিচয়
পেছনে ছুড়ি মেরে ফের আসে সাড়াতে ক্ষত।
বিশ্বাস নিয়ে খেলা করে কাছের আপনেরা
পিঠ পিছের মন্তব্যে থাকে তাদের শিরোনাম,
সামনে নিখুঁতই থাকে বিচার করলে চুল-ছেঁড়া
শত উপদেশ দিয়ে গিয়ে রটায় পাড়ায় বদনাম।
দুমুখো সাপের বিষ কতটা ওঝারাও না জানে
কামড়েছে যারে সেই জানে ভয়াল অসহায়ত্ব,
বোকা বনে গিয়ে নিশ্চুপে খুঁজে জীবনের মানে
নিরপরাধ হয়ে সাজা মানে শেষে বিকিয়ে স্বত্ব।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১০/১০/২০২৩ (সকালে)