পুবের আকাশে কালো মেঘ করেছিলো
যাত্রায় তাই ছাতা টেনেছি অসহ্য হলেও;
বৃষ্টি আসলে নাইয়ে দিবে যাত্রার মঝখানে
না এলে ক্ষতি তো নেই লক্ষ্যে পৌঁছালেও?
তবু সুদূর দেখে আশঙ্কা করে হই সাবধান
এই নয় আমি হয়ে গিয়েছি ভবিষ্যৎ দ্রষ্টা,
অভিজ্ঞতার ঝুলি থেকে কার্যকরী প্রয়োগ
এ পরিপক্বতার জ্ঞানটুকুও দিয়েছেন স্রষ্টা।
আমি জানতাম তোমাকেও ছোঁয়া হবে না
আঙুল ধরেও হাঁটা হবে না দুই-এক কদম,
থাকে যদি চোখ যন্ত্রণাতে প্রহর গুনে গুনে
তাই মুখটা দেখার ইচ্ছাও করিনি একদম।
কাবলিওয়ালা আমি অলিগলি প্রান্তরের
ঘন কুয়াশা আর মরিচীকা খুব করে চিনি;
কে এসে বুকে লুটাবে আর কে ছেড়ে যাবে
অবকাশের সময় পেয়ে কে করে ছিনিমিনি।
পদক্ষেপ যা জেনে বুঝে নিই জীবনের পথে
ধৈর্যের সাথে অপেক্ষা করতে রয়েছি সম্মত;
'আমার' দাবিতে আমার না হলে তা অবাঞ্ছিত
দ্বিধা-ধন্দে আমি বাড়াবো কেন বুকের ক্ষত?
ভঙ্গুর পাখার প্রজাপতি তুমি নীলাভ নকশায়
সাম্রাজ্যবাদী প্রেমের বাগানে উড়তে এসেছো,
মৌসুমি বায়ুর সাথে কিছু অভিযোগ মিশিয়ে
সাদা ফুলে কোনো সুগন্ধ নেই প্রচার করেছো।
প্রকৃতি জানে সত্য মিথ্যে মানুষেরা বানোয়াট
অনুমানে মুখের বুলিতে অবান্তর বলা বাহুল্য,
সুদূরপ্রসারী চিন্তার জ্ঞান যেদিন স্রষ্টা দিবেন
বুঝবে উপহারে পেয়েছিলে যা ছিলো অমূল্য।
কেনার সাধ্যি খুবই দুষ্কর এক সম্রাটের মুকুট
মুকুট পড়া মাথাটা তুমি এমনিতে পেয়েছিলে,
হেলায় অবিরত উদাসীন মনে সময় অপচয়
রাজ্য রাজত্ব ইচ্ছে করেই জলে ডুবিয়ে দিলে।
তোমার ইচ্ছের জয় হোক এটাই প্রার্থনা করি
কাজল কালির কালো আকাশে ঝড় না হোক,
শরতের মেঘ যদি আবার সীমান্তে নিয়ে আসে
জেনে নিও তা যুদ্ধের ময়দান বাড়াবে দুর্ভোগ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৪/১১/২০২৩ (ফজরের পরে)