আমি চিন্তা আর কোথায় করি, দুশ্চিন্তা হয় যত
হেয়ালি বেশে থাকোই না তো ভুল থেকে বিরত।
আমার অবুঝ হৃদয় জুড়ে তাই ত্রাসের রাজত্ব-
কি থেকে কি করে বসবে তুমি ভেঙেচুরে সমস্ত।
নিজেই নিজেকে কষ্ট দাও দিব্যি সবার আড়ালে
তৎপর হয়ে মুছে ফেলো জমা অশ্রুর দাগ গালে।
আমি সব টের পাই, অস্তিত্বে শুনি প্রলয়ের ডাক
কাজল চোখের কালো মেঘে গনিয়েছে ঘূর্ণিপাক।
নরম কষ্টের প্রতিটা ফোঁটা বুকে ঝরায় উল্কাপাত
এত দূরে থেকেও অসহ্য লাগে আত্মার আর্তনাদ।
মুখ ফিরিয়ে থাকাই যায়, দরকার পরে না কথার
তবু নিয়মিত অলিক খোঁজ রাখে আত্মা আত্মার।
আত্মারা শিশুর মতই, বিদ্বেষ সত্যেও খেলা করে
শরীর অভিযোগ অভিমানে ক্রমে সরে যায় দূরে।
তোমার এক কষ্ট একাধিক হয় আমার বুকের'পর
হ্যাঁ দুশ্চিন্তাই করি, আমি একাই স্বার্থপর..............


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৫-০১-২০২৪ (সকালে)