দ্যাখো, একাকিত্বের সমুদ্রের নাবিক বলে বলছি
অনেক দেখেছি ঝড়-ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের তোড়;
অচেনা তীরে পৌঁছে গিয়ে সঠিক পথের খোঁজে
দিগ্বিদিক ছুটেছি পাইনি কাউকে পথ দেখানোর।
বাধ্য হয়ে অলিগলি চোরাগলি পেরিয়ে রাজপথ
হন্যে হয়ে বুঝা মুশকিল কোথায় আছি দাঁড়িয়ে,
আর যাবো কোথায়, কোন ঠিকানায় প্রশ্ন এটাও
এদিকে ক্লান্ত পরিশ্রান্ত বড়, পথের কাটা সরিয়ে।
রাত নেমে গেলে চতুর্দিকে এক ভয়াল অন্ধকার
সঙ্গে আলো বলতে একটা জোনাকি পর্যন্ত নেই,
স্পর্শ করেই সঠিক রঙ চেনে নাকি অন্ধ যে জন
মাটির উপর থুবড়ে পড়েছি তাড়াহুড়ার দোষেই!
গা ঝারা দিয়ে ধূলো মুছেছি, তাকিয়েছি আকাশে
নক্ষত্রের নকশায় সেই সাম্রাজ্যবাদ একাকিত্বের,
তাই বীরত্বের সাথে ধৈর্য্য ধরেছি সটান করে বুক
কৃষ্ণগহ্বর হয়ে তাণ্ডবেই দিব জানান অস্ত্বিত্বের।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২২/১০/২০২৩ (দুপুরে)