একদিন পাহাড়ে যাব;
ভেড়ার পালের রাখাল বেশে পৌঁছবো সবুজ সীমানায়।
মিহি বাতাসে বাহু উচিয়ে চিলের মতন উড়বো
দূরে, ছোটো ছোটো বসতি মাপবো দু'আঙুলের ফাঁকায়।
দেখবো, চূড়ার কোলে সূর্যের সাথে মেঘের কানামাছি
আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় জোকারিদের নাচ,
দল গুটিয়ে ফেরার পথে নিজের ডেরায়
শুনবো শেয়ালের হাঁক গোটা চত্বরে হালি-পাঁচ।
এই মতন কেটে হঠাৎ একদিন বরফ পড়বে;
শুভ্র সাদা বরফে জমে যাবে গাছগাছালির শাখা।
আমিও জুবুথুবু হয়ে বসে আগুনের পাশে
হাত পা সেঁকবো চুমুকে ধোঁয়ার গরম চা।
এক পাহাড় থেকে আরেক পাহাড়ে প্রতিধ্বনি হবে
চিৎকারে চিৎকারে জানাবো জীবনের ছুটি,
সমতলের কেউ যদি পথ চেয়ে চেয়ে থাকে
জানবে, কুঁড়েঘর আর প্রাসাদের মাঝে কি কি ভুল ত্রুটি!
খোলা আকাশের নীচে পায়ের ওপরে রেখে  পা
দেখাবো রাজত্ব খুব নিজের খেয়ালে একাকিত্বের,
একাই যাব, কাউকে লাগবে না
শূণ্য উপত্যকাই সাক্ষী থাকুক এ বীরত্বের।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০১-১১-২০২৩ (রাত একটায়)