ভালোবাসি কথাটা কি বলাই লাগবে?
বরং থাকনা কিছু না বলা কথা চোখের মণিতে।
স্থির হয়ে সামনা সামনি যখন দুই প্রাণের দেখা হবে
তখন খুঁজে নিও সেসব হাজার কথার গুপ্ত খনিতে।


হ্যাঁ; অনেক কথা বলার ছিলো অকপটে-
ফিসফিস করে কানের কাছে সেসব একদিন বলবো।
চোখাচোখি নিয়ে ভাবের আদান হবে তো বটে
কে কত বাচাল সে দেখা যাবে, তারও গিঁট খুলবো।


বেলেহাজ মন তবু বাসনা পুষেই করে অপেক্ষা
ছায়া মানবীর অতি দুর্লভ হাসিটা দেখতে চায়।
নিজের ভেতরে থেকে নিজেই যে নির্মম একা
সে হাসলে পরে জ্যোৎস্না বিলাস পুরো আকাশটায়।


জুড়ি নেই তার দেয়াল জুড়ে দাপিয়ে বেড়াতে
তারপরও তাকে স্থির হতে বলি একটু সময় নিয়ে।
দুরন্তপনার মোটাদাগে রাজত্ব নিজের সত্তাতে
তার জন্যই হেরে যাই আর তাকে দিই জিতিয়ে।


তারপরও সে হাসুক মুচকি বা খিলখিল-
আমি হারাবো চেয়ে দেখবো কাজলী চোখ,
স্বাধীকার স্বীকৃতিতে উড়ে যাক গাঙচিল
এক জীবনের দাবী তুলে আকাশটা তার হোক।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২/১১/২০২২ (গোধূলির শুরুতে)