আমাকে দেখো, বড্ড পাগল পোষায় না কিছুতে
চোখের তৃষ্ণায় বুদ আছি বলেই হাত যায় না ছুঁতে,
রাতের আকাশ কালোর গহীন দিনেরটা তো নীল
সে কালোর নীলে নীল তিমিকে দেখেছে গাঙচিল!
সাগরের অনুভূতি আঁচড়ে পড়ে ঢেউয়ের বাহানায়
তিলোত্তমা এই আসলো বুঝি মানভুলে খোলা পায়,
পরম যত্নে সখের মানুষ হন নীল কালোর মহারাণী
কাজল চোখে অশ্রু দেখে ফুঁসে ওঠে সাগরের পানি!
হাতের তালুতে চন্দ্রবিন্দু মেহেদীর লালে টুকটুক
কঙ্কণ দু হাতের ঝঙ্কার তুললে উদ্বেলিত হয় বুক,
তার নিষেধাজ্ঞায় অতৃপ্তিতেই শান্ত সুনামির দৈরথ
সেই অতৃপ্তি জমাট বেঁধেই আজ মস্ত বড়ো পর্বত!
তার অগোচরে ঠিক বরফ গলে সেই পর্বত চূড়ায়
বরফ গলা শীতল বাতাসে সে হেসে আঁচল উড়ায়,
সে জানে না এদিকে সাড়া ভেঙে যাচ্ছে নদীর কুল
আলগোছে তার রাজর্ষী দাপটে ছিঁড়ে নেয় ফুল!!


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৮/০৪/২০২৩ (ভোরে)