অর্থবহ জীবনের প্রত্যাশা থাকে না কার;
জীবনটা কি শুধুই বেঁচে থাকার নিমিত্তে?
অস্বাভাবিক জীবন জানি সেটাও উপহার
কেনো উপহার তাই ভাবি হাঁটার গতিতে।
ক্লান্ত হয়ে দুদণ্ড বসলাম গাছের নিচে
ঠিক সামনেই ঝরে পড়লো হলুদ পাতা,
অধিকার ত্যাগের বলো থাকে কার ইচ্ছে
সবুজ যৌবনে ঝরা পাতার ছিল কত ব্যস্ততা!


আজ বসন্ত দিনে গাছ ফুলেল শামিয়ানায়
শতরুপা তার সজাগ দৃষ্টি বাতাসে খায় দোল,
ঝরা পাতা নির্ভেজাল হাসিতে গড়িয়ে দূরে যায়
আমার চোখে সবকিছুতে তখনো গণ্ডগোল।
গাছকে বলি, " তুমি রেঙে গেলে আলতা লালে
সেই লালপ্রেম মিলেমিশে শাখায় গুটিগুটি ফল,
একটু কি হলুদ হলো তাতেই ঝরিয়ে দিলে
নতুনে মজে পঙ্চমুখ জানি পুরোনোটা দুর্বল। "


ভেসে আসে ঝরা পাতার কর্কশ আওয়াজ ,
" প্রয়োজনের প্রিয়জন ছিলাম তাই করেছে পর
হলুদের ছটা সেটাও থাকবে না, যা দেখো আজ
আমিও রঙ বদলে শুকনো মত হয়ে যাব ধূসর।
মিশে যাব মাটির সাথে সময়ে অসময়ে
একতরফা ভাবে আগলে রাখার এটাই ক্ষমতা
আমি তার অলক্ষ্যেই উঠে যাব গুঁড়ি বেয়ে
আবার তার অবহেলা পেতে হব নতুন পাতা। "


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২০/১২/২০২২ (ফজরের পরে)
বিঃদ্রঃ "ঝরা পাতা " ২০২২ সালের প্রতি উৎসর্গীত আর এ বছরের বিদায়ী কবিতা।