দুই যুগ পেড়িয়ে গেছে আমি আয়নায় নিজেকে দেখি,
আমার মুখাবয়বের মতই লোকে বলে,
গালের দাড়ি বেয়ে নোনাজল গড়ায়, সেকি!
চোখে আক্ষেপের বরফ নিজে নিজেই গলে।
দুচোখের স্বরণ নেই সেই কবে কোলে ঘুমিয়েছিল
মনে আছে একা একা কেটেছে কত চৈত্রের দুপুর;
মাথার মগজে ছায়া পরবে, বটবৃক্ষ কেটে নিলো!
এই শূণ্যতায় ভারাক্রান্ত মনে বিষাদ ভরপুর!
দেখতে চাওয়ার আকাঙ্খা ভালোবাসি বলে
যদি একটাবার সম্ভব হতো ' বাবা ' ডাকতাম ৷
সেই অনাদি তৃষ্ণা পেচিয়ে রেখেছি সাদা মখমলে
আমার সাথে এমন হবে আমি কি জানতাম?
আর্জি প্রভু ভালো রেখো সকল বাবাকে
আবেগঘন আশপাশে হাসিমুখে কথা হোক,
সুস্থ রেখো সবল রেখো সব দুর্বিপাকে
বড্ড মুশকিল বয়ে যাওয়া বাবা হারানোর শোক।
বাবাদের খেয়াল রেখো।
আপন মমতায় আগলে রেখো।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৮/০৫/২০২৩ (রাত দুইটা)