রাত দুপুরে নেহাৎ বদভ্যাসেই একাকী পায়চারি
কত বিচিত্র আওয়াজ সুনসান নীরবতা ভুলে,
ঘাসের উপর শুয়ে পড়া পাগলের রোজকার হটকারি
খু্ব আয়েসি মতন আছি পায়ের পরে পা তুলে!
নিদ্রাহীন চোখের গোলক আসমানে চায়
দেখে স্থির হয়েই আছে বুঝি তারাদের দল,
অপলক কথার মজবুতিতে সময় গড়ায়
ওরা হাসে, আমায় হাসায় মুচকিতে কোলাহল।
সেই কোলাহলে বাগড়া সাধে একঝাঁক জোনাকি
শুয়া থেকে দাঁড়িয়ে গেলাম কয়েকটারে ধরতে,
এত সোহাগ ভরে মুঠোয় রাখি বারবার যায় উড়ে
তাই মাঝে ইচ্ছে করে  জোনাকিদের খুন করতে।
পরক্ষণেই রাগ পরে যায় ওদের আর কি দোষ-
প্রাণের ছটায় ডানা ঝাপটায় এদিক ওদিক ছুটে;
দলছুট মানুষকে সঙ্গ দিয়ে খেয়াল খুশিতে নাচে
আজকে আছে আমার পাশে যদিও রাত ঘুটঘুটে।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১০/০৩/২০২৩ (ভোর চারটা )