আলো নিভেছিল কোনো এক ঝড়ের রাতের-
শিয়রের পাশে নিভু নিভু পিদিম, তারও ছিল অনিশ্চয়তা!
এক অনাদি কালোর গভীরে থেকে অপেক্ষা প্রাতের
সময়ের ঘোড়া সেও চাবুক খেয়ে দেখিয়েছিল ক্ষিপ্রতা!


আমি ভয়ালদর্শনে ভীতি নিয়ে জেগেছি রাতের পর রাত
অদূরে চেয়েছি আগ্রহী মনে জ্বলবে নক্ষত্র কোনো;
জ্বলেনি কিছুই, যদিও হতো আকস্মিক বজ্রপাত -
তৃপ্তির আচ্ছাদনে মৃত্যু; নিজেকে বুঝাতাম তখনো!


মরাও হয়নি - বাঁচাও হয়নি সেই তামস নিংড়ে আর
চলৎশক্তি যা ছিলো হেঁটেছি কেবল অদৃশ্যের গভীরে,
নাদান ভ্রান্তিতে আর্জি পুষেছি হয়তো ঘটবে চমৎকার
কিন্তু না, গোলকধাঁধা নিয়ে আসতো শুরুতে ফিরে ফিরে।


এখন এতবছর পর অভ্যস্ত হয়ে গেছে নিঃসঙ্গ জীবন
অমাবস্যায় উদ্বেলিত মন নিগূঢ় প্রতীকীরূপে জম্পেশ,
তারপরও লোভ সংবরণে চুড়ান্ত ব্যর্থ, আমি মানুষ যখন
পতঙ্গের মতই আলোতে ঝাপিয়ে পড়ার সেকি হাপিত্যেশ!


যেনো খুব করে চাই আলো জ্বলুক একাকিত্বের ইতিতে
মহাবিশ্বের অতিকায় নক্ষত্রের সামনে হোক ছোট্ট জোনাকি,
আমি সাধ্বী আলোয় নিগূঢ় কালোয় মনভোলা স্বস্তিতে
আজো আকাশ পানে তাকিয়ে অপেক্ষায় থাকি।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৩/০২/২০২৩ (রাত্রে)