আড়াল করা নাহয় নিজেকে যায়
সমাজ - ব্যক্তি সভ্যতায় সবার অজান্তে
সবাই ভেবে নিলে নিতেই পারে
মানুষটা বোধহয় বেঁচে নেই আলোক প্রান্তে।


তবে মুখ লুকানো মানে মরে যাওয়া নয়
চার দেয়ালের অন্ধকারেও বাঁচা যায়,
আমিও ঠিক বেঁচেই আছি একদম
আলো আঁধারির মাঝবিন্দুর হতাশায়।


সময় বাঁক নিয়ে হারায় -
অধিকন্তু হারায় আপন শরীরের কায়া,
এক অচেনা মানুষ আঁটকে চার দেয়ালে
যার ছিল ভালোবেসে অগাধ মায়া।


সেও একটা সময় সাবলীল ছিল
রক্ত টগবগে ছিল পাহাড় সম্ভাবনা,
আজ লহু শিরায় নেশার দাপট
লাল চোখে কালি জমে হয়নি স্বপ্ন বোনা।


তোমার এ সমাজ তার খোঁজ নেয়নি
অগত্যা মৃত ভেবেই সেরেছে দাফন,
তার স্বাদ আহ্লাদের অতৃপ্ত মনটা
আজও হাতরায় শত ফুলের কানন।


জাগতিক ব্যস্ততায় তার এসে যায় না
চার দেয়ালেই সে অসাড় অমায়িক,
মৃত্যু আলিঙ্গনে তার অধির আগ্রহ
স্বপ্ন ভাঙ্গনেই প্রশান্তি সাময়িক।


সে কি চেয়েছিল? মনে আছে?
মানুষ হয়ে তাকে কি বাঁচতে দেয়া যেত না?
লোকমুখে অমানুষ সে আগে ছিল?
কেন সে তুচ্ছ চাওয়ার মূল্য পেত না?


কারণ ছাড়া পৃথিবীতে কি এমন ঘটে!
তবে অকারণ চাঁদ তারা বিহীন আকাশটায়,
সে কার নামে দম নিয়ে কার আশায় বাঁচে
অপার আগ্রহে তাকিয়ে দূর সীমানায়।


জানালার ফাঁকে ভোরের আলোক রশ্মি
বিষাদের হাসিতে গুনতে হয় আরেকটা দিন,
একা পৃথিবীর চার দেয়ালেই
জীবন উপলব্ধি হয় ঠিক কতটা কঠিন।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ৩১/০৭/২০১৯