হাজার বছরের জীবন কই পেলাম আদি পিতার মত
কোথায় দেখলাম হাজার বসন্ত ফুলেল শামিয়ানার!
এই ঠুনকো মোমের বাতি জীবন তাতেই ক্ষতবিক্ষত
অনুদা এক প্রায়শ্চিত্ত কিসের? এ অপরাধটা কার?
জীবনী মুকুলের গুঁটি কি হবে শিলাবৃষ্টির হানাহানি
তবু খর্বকায় শেষ শক্তি নিয়ে আরেকটাবার দাঁড়াই
উম্মাদ দর্শকেরা অট্টহাসি করে, করে কানাকানি
বেরি পড়া পায়ে চড়তে হবে নাকি এক মস্ত চড়াই!
বুক ভরে দম নিয়ে বলি, " তোকে পারতেই হবে! "
অরোরা দেখি দূর দিশারি লক্ষ্যের জানানে তাই
অদৃশ্য দেয়াল; জানিনা উচ্চতা টপকাবো কিভাবে
ফলাফল যাই হোক, বিনাচেষ্টায় হার মানতে না চাই
এদিকে না-কি রটে গেছে তুলকালাম কাণ্ড এক
অদৃষ্টের পেয়াদারা সমন নিয়ে ঘুরে, আমি পলাতক!
তুচ্ছতাচ্ছিল্য মত মনগড়া শেষে নিজের বিবেক
কখনো ভাবি কাবলিওয়ালা কখনোবা আগুন্তক!


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০২/০৪/২০২৩ (দুপুরে)