সরেজমিনে এসে দেখতে বলবো না
বলবো না গোটা বাগানের যত্ন নিতে,
তবু বাগান জুড়ে রোজ ফুটছে ফুল
এতেই শোকাহত হই প্রতি গোধূলিতে।
থোকায় থোকায় ঝরছে পাপড়ি কত
খোঁপা সাজানোর ইচ্ছায় বসে থেকে;
তোমার হয় না তো সময় দোয়ার খুলার
উল্টো আঁধার নেমে আলো হয় ফিকে।
ঘনীভূত রাতে হাসে হাসনাহেনার ঘ্রাণ
কুয়াশার চাদর জড়িয়ে অপেক্ষা করি,
জোনাকির স্রোতে ভাসে প্রান্ত অনিকেত
ধরতে আছে বারণ আছে কত মজবুরি!
মেঘের কোলে যে চাঁদের উঁকি হাস্যজ্বল
বিবাগী ফিরেছে চষে বেড়িয়ে গোটা রাত,
সবুজ পাতায় শিশির জমে চকচকে হলে
শুধু দেখতে এসো পা ভেজাতে অকস্মাৎ।
নতুন দিনে নতুন উদ্যম তুমি ছাড়া একাই
হাল হৃদয়ের বেখাপ্পা বড়ো বুকের বাগানে,
মর্জি হলে ছুঁয়েই দেখো সোহাগ অনুভূতি
স্বরূপে না হোক প্রজাপতিই খুব অভিমানে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২০-১২-২০২৩ (ভোরে)