মনে পড়ুক!
আমাকে আপনার ভীষণ ভীষণ ভাবে মনে পড়ুক।
আগত বসন্তের বাসন্তী রঙের ছটা লেগে চোখে মুখে
একটু বিচলিত হয়ে হাতজোড়া জানালার গ্রিল ধরুক।
মনে পড়ুক!
চাঁদ তার দাগাঙ্কিত চেহারাতে হেসে উঠুক।
রূপোলী আলোর জ্যোৎস্নায় কিছুটা হিংসে করে
দু চার নালিশে চোখ জুড়ে ক্লান্তি আসুক।
মনে পড়ুক!
হাতের তালুতে মেহেদীর বৃত্ত লালে টুকটুক।
আর সেই গোলকের গোলকধাঁধায় ঘুরে ফিরে
কেউ নিংড়েছে যত্নের প্রেম যা ছিল সবটুক।
মনে পড়ুক!
সরল স্বভাবে দু'হাতে চুড়ি পড়ানোর জড়াজড়ি হোক।
কাজলের আদুরে যন্ত্রণার মাঝে আয়না জুড়ে সে
যার ব্যবচ্ছেদ ভাবতে বুকের বামে স্থির হয় ধুকপুক।
মনে পড়ুক!
স্বপ্নে এসে হেসে হেসে আঁচল দিয়ে হাত বাঁধুক।
চুরির দায়ে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দিতে
সোহাগি ভঙ্গিতে এসে বলুক সে খুন হতে প্রস্তুত!


মনে পড়ুক
আমাকে আপনার ভীষণ ভীষণ ভাবে মনে পড়ুক।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০১/০২/২০২৩