ভূতেদের শহরে ভৌতিক বহরে
মানুষ হয়ে বাঁচাটাই মুশকিল,
আছে শর্ষেতে ভূত সাথে নাতি-পুত
পানির সল্পতায় বেঙাচির কিলবিল।
খিলখিল হাসে অশরীরী বাতাসে
চোখ ফেলতেই উবে যায় তুরপুন,
বড় বড় চোখে ইতিউতি দেখে
শুনায় গ্যাঙানির গান কিযে গুনগুন।
কুণ্ডলীর ধোঁয়ায় গাছে গাছে লাফায়
আড়াআড়ি ফেলে দেয় আস্ত বাঁশ,
আচ্ছা বাপু আম আঁটির ভেঁপু
ডিঙিনি দিলে তো করে সর্বনাশ!
করে কুকীর্তি মনে বেজায় ফূর্তি
যেন পাকা হাঁড়ি ভাঙছে ঠাসঠাস,
ভাঙা খণ্ড দূর জমে ভীতি ভরপুর
হিমায়িত কাঁপুনিতে নাচে চারপাশ।
শেষে বিছানা ছেড়ে অলসতা ভরে
টালমাটাল ভাবে খুললাম দুয়ার,
বিগড়ানো মেজাজ চিবিয়ে খাব আজ
ভূত না ভূতেশ্বর সামনে আয় এবার।
দুদণ্ড ঘুম চাই মাঝ রাতেও স্বস্তি নাই
বিছানায় ঘুরলাম হয়ে ঘরির কাটা,
মশাদের বাগড়া সাথে ভূতেদের ঝগড়া
অসহ্য গরম মাখায় মরিচের ভাঁটা। ।



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ২৪/০৬/২০২৩ (রাত্রি তিনটা)