নিস্তার দিও বিবেক; নতজানু আজকে নবীন
তন্ত্র-মন্ত্র-ষড়যন্ত্রে হাসফাস, প্রাণ যায় যায়।
সস্তার বুলি চলেছে উপমহাদেশের যাত্রায়;
গনতন্ত্রের স্থলে দাসত্ব কেমন এলো দুর্দিন।
দোষের দায় ইতিহাসের, পরনে সফেদ গাদি
ভিন্নমতে প্রখর বৈরিতা চলছে যুগের পর-
প্রশাসনের শোষণে খুব ব্যতিব্যস্ত আপামর
নিজের খেয়ালে নিজের কাছে নিজেরা বর্ণবাদী।


বিধান যদি বিধির না হলো তো তর্জমা কিসের
অপসংস্কৃতির বহালে রেখে দায়িত্বের খর্বতা!
ক্ষমতার স্বাদ কত-না মিঠে রক্তশোষা ঝোঁকের
বাঙালী-চেতনা স্বচ্ছ নিয়ে স্বাধীনতার ব্যর্থতা।
কোথায় হারালো বিদ্রোহী সেসব বাঁশের কেল্লার
আর কত ঘুমাবে ক্রান্তিলগ্নে জেগে উঠো এবার।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২২/১১/২০২৩ (সকালে)