লোচনের কপাট আলস্যে ভরা, খুলতে নারাজ;
পাখপাখালির প্রমিত সুধা ডাকে যে সুমধুর।
রোদের চিঠি হলুদ খামের, দেয়ালে কারুকাজ
এত ব্যস্ততায় বালিশরে খুঁজি হারালো কদ্দূর!
দীর্ঘ্য হাই সমেত চার হাত-পা ছুড়ি চতুর্দিক
একটুখানি ফুরসত পেতাম ধোঁয়ায় তপ্ত চা
" ভাই উঠেন উঠেন! ম্যানেজার আসছে এদিক
দেখতে পেলে না চাকরিটা যায় এহেন অগত্যা! "


ঘুমের ভিতর ঘুমের স্বপন জিম্মি জীবিকায়
পালাবদল টেনে পরিবারের দুশ্চিন্তা হাজির।
এটা চাই, ওটা নাই লিস্টের অতল দরিয়ায়-
একটু দেরি তো জবাবদিহি করে তুলে অস্থির।
যান্ত্রিক জীবন বিশ্রাম চায়, দাও তবে নিস্তার
অনুমতি চাই নিজের সাথে খুব করে বাঁচার।।