অধীর আকাঙ্খায় আজো সুদিনেরে খুঁজি
হাঁটবো পা মিলিয়ে অজানা গন্তব্যের দিকে;
আঙুলের আঙুল ছোঁয়ার অধিকাটাই বুঝি
দিনে দিনে ঝাপসা মতন হয়ে যাচ্ছে ফিকে।


হ্যাঁ বিস্ময় নেই মানতে আমি নেহাৎ নিষ্ঠুর
হৃদয়ের অগ্নুৎপাতেও হাসিমুখে স্বাভাবিক;
জড়িয়ে রাখার ইচ্ছা নিয়েও ঠেলে দিই দূর
জীবনে জটিলতা যে ছেয়ে গেছে চতুর্দিক।


প্রেমের শর্তে সহজ জীবন সবাই তো চায়
ভালো রাখার গুরু দায়িত্ব তাগাদা সময়ের;
মালির যত্নে ফুল হাসলেও মরুতে নিরুপায়
অনুভবে বীজ মেলেনা আর অঙ্কুর ধৈর্যের।


মরিচীকা দেখে দেখে চোখ দু'টো নাস্তানাবুদ
মুখ মুখোশের আড়ালে পাই না বিশ্বাস অত;
সবটা মেনে কে আর জীবনসঙ্গী হতে প্রস্তুত
দুঃখবিলাসে পাগলের পাশে থাকবে অবিরত।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৯/০৯/২০২৩ (সন্ধ্যায়)