চাপা ক্ষোভ জমে কখনো কখনো
মনের মোড়ে মোড়ে আন্দোলনের মিছিল চলে,
মস্তিষ্কের মসনদে বসা প্রশাসনের ১৪৪ ধারা জারি
আমি মাত্রই কাউকে মৃত্যুদণ্ড দিলাম বিচারিক বলে।
হাতের কলমের নিপল ভেঙেছে পেশির চাপে
সাথে অধ্যাদেশ ছড়িয়ে গেছে গোটা শহরময়,
ফুঁসছে জনতা ক্রোধে দিচ্ছে আগুন
শ্লোগানে শ্লোগানে দাবি প্রতিচ্ছবির কি মৃত্যু হয়?


জনরোষ শুধু খুনির মৃত্যু চায়
যেন হারায় নাই সে, খুন হয়েছে জাদুকর!
লাশের কফিনে শেষ পেড়েক গেঁথেছে "আলবিদা"
মৃতের জন্য মায়াটান আর শুনবে না কবর।
আমি বিচারক সেজে আমাকেই মৃত্যুদণ্ড দিই
আবার আমিই খুন হয়েছি জাদুকরের বেশে,
এত এত বিভ্রান্তির মূলে সেই একটাই কারণ
না বুঝে কেউ আলবিদা বলেছে হেসে হেসে।।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৬/০৫/২০২৩ (সকালে)