আমাদের সুখ সব উড়ে গেলো নির্জনে, বেশ তো!
জড়িয়ে বগলে একাকার নেতিয়ে অসার মত।
তপ্ত নিশ্বাসের আঁচের জ্বালা করছে চিনচিন;
চেয়ে দেখি সাধ্বী মুখ, মেহেদি লালে হাত রঙিন।
কপোলের পাশ ঘেঁষা গোছা চুল; আমারই ঘাড়ে
বিভোর ঘুমে মত্ত সে- কি করে আর জাগাই তারে?
এ যে  বহুল প্রতীক্ষার শেষে কোমল অত্যাচার -
উপর্যুপরি অর্ধাঙ্গিনী, এটা তারই অধিকার।
শক্ত হাতে রাজত্বের দায়ভার রাজার মতন
সে মায়া ভরে নরম হাতে করে রাজাকে শাসন।
কাজল চোখের ডোরে বেঁধে রাখে স্বাধিকার জ্যোতি
"যদি কিছু হয়ে যায় …!" এ অমাবস্যা! চরম ক্ষতি!
সাতপাঁচ ভেবে জড়িয়ে নিয়ে বুকে কপোলে চুম,
মৃদু হাসে, আত্মার তৃপ্তিতে নিয়ে চোখ জুড়ে ঘুম।


কলমেঃ রনি পারভেজ (#JD)
রচনাকালঃ ১৪/১০/২০২২