হ্যাঁ জেরাই করছিলাম নিজের নিজেকে
অনেক তো হলো আর কি চাওয়া বাকি?
বিম্ব আমার অবোধ শিশু মুখ তুলে দেখে
প্রাপ্তি নামে যা কিছু তার শুভঙ্করের ফাঁকি।
একুরিয়ামের মাছের মতই ছুটোছুটি করে
কাচের দেয়ালে বদ্ধ তার স্বাধীনতার স্বাদ।
তলদেশ সমুদ্রের নামে বাতির সজ্জা ঘরে
এ অভিজ্ঞতায় হারিয়ে গেলে হবো বরবাদ।
চোখে যা দেখি নিছক বিনোদনের খায়েশ
ফাঁক গলে সূর্যের কিরণ নাচে অবলীলায়;
ঠিকানায় লেখা শূন্যস্থান দাওয়াতে পায়েস
লোভ লুকিয়ে দিব্যি হাসি, কে বুঝতে পায়?
সিমান্ত লাগোয়া যুদ্ধক্ষেত্রে কপালের তিল-
সাইরেন বাজে যত্রতত্র শুনি দাঁড়িয়ে একাই।
সবাই ছুটে জীবন পথে,আমার দরজায় খিল
শেকড় কাঁটা বৃক্ষের আর কিছু চাওয়ার নাই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৩-১২-২০২৩ (বিকেলে)