অঘোষিত কেনোই বা হবে, বলো;
অনুভূতির প্রকাশ করেছিলাম তো।
বিস্ময়ের সেদিন সাত পাঁচ হিসেব
বিচলিত নয়নের গড়ানো অশ্রু যত।
কিছু হিসেব চাইলেও মেলানো শক্ত
স্রষ্টার বিধিতে নেহাতই স্পর্শকাতর।
আবর্তনের পৃথিবীটা ঘুরপাক খায়
ঘুরার পথ মিলতেও পারে অতঃপর।
তকদির সে এক লাটিমের মতই
রশির প্যাঁচ যে জীবনের জটিলতা,
প্রাণের স্পন্দন সচকিত জীবন বলে
আরেকটু সবুর নিও ভুলে ব্যস্ততা।
ভালোবাসা যে বড্ড মুশকিল কাজ
দুধারি খঞ্জর নিজের বুকেই মারা,
বর্ণহীন রক্তপাতে কাজলের চোখ
কেউ জানবে না আত্মা দিশেহারা।
মজবুরি যা সব স্রোতের বিপরীতে
জানি তিন 'কুবল' বলাটা সংবিধান,
দ্রোহিতার বশে হয় হট্টগোল মনের
স্নায়ুর দায়িত্ব বাড়ায় ফুলের সম্মান।
আকাশে দৃষ্টি রাখি তাঁর সাহারায়
পূর্ণতার দাবীতে বুঝি দুনিয়া চেয়েছি?
তোমার মুলুকে আমি অপূর্ণই রবো
অধিকার যা দেবার দিয়ে দেয়েছি।
তোমার সিদ্ধান্তে হই নতজানু আমি
অপারগতা আমার নিজের সিদ্ধান্তে,
একা থাকার দোষে মাথা পেতে নেব
যা সাজা দিয়ে দিও বিচারের অন্তে।।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২০/০৮/২০২৩ (রাত্রে)