ধন্দ চলে হরহামেশা
থাকে বাকবিতন্ডায় মশগুল,
পিঠ দেখিয়ে দ্বিমুখী বসা
কেউ মানে কারো ভুল।
      অনুভব বুকের কোমল মত
      মগজের হিসেব কট্টর মনা
      একের খুশিতে জ্বালা এত
      একই দেহে দুইয়ের বেহায়াপনা।
              এর সিদ্ধান্তে ও ভেটো মারে
              আপোষ তাদের মহাপ্রলয়
              বেলেহাজ আমি বুঝাবো কারে
              এ আমার মগজ আমার হৃদয়!
      হৃদয় নাকি প্রেমে মেতেছে
      মগজে মগজে হাপিত্যেশ
      এই কারণে পিছু লেগেছে
      দেখেই ছাড়বে কোথা শেষ।
হৃদয় শুধায়, " নাছোড়বান্দা "
মগজ হেসে খুন এক গাল,
সকালের প্রেম গড়িয়ে সন্ধ্যা
"ওরে ফিরবি কখন নন্দলাল? "
      ফিরবে না আর সাফ বার্তা
      " বেশ তল্পিতল্পা গুছিয়ে দিই? "
      আরশের অধিপতি হে কর্তা!
      মুশকিলে ফেলেন আমাকেই?
              মগজের খোঁটা আছে হরদম
              চোখ মশাই তারে দেখেছে কি?
              হৃদয় নিয়ে আক্ষেপে ধম
              চোখ দেখে নাই দেখা বাকি।
      খটকা খেয়ে যেই করবে প্রশ্ন
      হৃদয় শুধায়, "আরে থাম থাম,
      ছায়ার প্রেমে পড়ছিস কখনো?
      বসে থাক নিয়ে তোর হিসাব কাম।"
ছায়া মানবীতে প্রেম বেশ তবে
সামলে নিস নিজে নিজের যত্ন
আমার কথা তুই শুনেছিস কবে?
হিসেবেই থাকি ওরে উপাত্তের রত্ন।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ০৭/১১/২০২২ (ভোর চারটা)