আমি কল্পনা করি কল্পনার শহরে
সেকি শোরগোল পাকালো কা কা করে করে,
আচমকাই কাঠফাটা রোদে কোত্থেকে দাঁড়কাক এসেছে
সেই শব্দে ঘুমকাতুরে চোখের ঘুমও পালিয়েছে।


গা ঝাড়া দিয়ে উঠবো কি সবই গোল গোল তালগোল -
মরা গাছের গুঁড়ি এলোপাথাড়ি দেখেই আবোলতাবোল,
চোখের সামনে যা দেখি সব বিশাল বিশাল লাগে,
সেকি! আমি কাকের বাসায়! প্রকাণ্ড কাক দাঁড়িয়ে আগে।


হেলান দিয়ে মুন্ডু ঘোরাই চোখ পাকাই এদিক ওদিক
গলা শুকিয়ে শুঁটকি মাছ, কাকেও তাকায় পিক পিক,
কোকিলের না ছাই কাকেরই হবে অতিকায় ডিমের যুগল,
আমি ভয়ে বলে উঠি নিয়ে চল ওরে মেঘের দল।।


দমকা হাওয়ায় বাসাটা থেকে পড়ে গেলাম কাঁচা গোবরে
গা ধোব পানি কই, তাই ডোবা খুঁজছিলাম একা অদূরে
এ্যহ অবস্থায় চোরাবালি থেকে টেনেহিঁচড়ে উদ্ধার শেষমেশ,
মাছির দলের গুনগুনানিতে রাগ হচ্ছিল আচ্ছা বেশ।।


হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে ধপাস করে ডিগবাজি
ল্যাং মেরেছে হাত ছিঁড়েছে সবটা ব্যাঙের কারসাজি,
ভাবাভাবি নেই, দৌড় মেরেছি কি ভেবেছিলো গর্দভ
কিন্তু শেষে হেরেই গেছি জয়ী হয়েছে কচ্ছপ।


এই গরমে আর শরমে গামছা রেখেই দিলাম ডুব
ক্ষানিক বাদে শীতলতায় আনন্দও পেয়েছি খুব,
নেয়ে যখন পাড়ে দাঁড়াবো এবার খুঁজি গামছা কই
এ্যাই সেরেছে গচ্চা গেলো সম্বল ছিলো ওইটুকুই।


কি আর করি ভেসে রইলাম, অপেক্ষা, সূর্য নামুক পাটে
পরে দেখে নেব খুব দেখে নেব পেয়ে নিই একবার বাটে,
আধার গড়াতেই জোনাক এলে ভেঙেছি একটার পাখা
সেই পিদিমেই আস্তে ধিরে রাস্তা হেঁটেছি ফাঁকা।


দিলখোলা আমি অতি আয়েশে হেলতে দুলতে হাঁটি
কচুরিপানার সবুজ সাজে আমি একদম পরিপাটি,
এক্কাদোক্কা শেয়ালের হাঁক হুয়া-হুক্কা ভেসে আসে বহুদূর
বিদ্যুৎ বিভ্রাটে ঘাম ছেড়েছে চোখ মেলে দেখি ভরদুপুর।।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২১/০৮/২০২২