ছটফট করতে করতে জেগেই গেলাম হঠাৎ-
ফোনের ঘড়িতে তখন ঠিক রাতের দুইটা।
বুকের ওপর ওজন বেশি বেশি লাগছিলো
ক্ষমতা পেয়ে চেপে বসেছে যেন কিছু একটা।
না, কোনো প্রেতাত্মা নয়- সে আমার বিভ্রম
স্তুপ জমা দাবিদাওয়া হৃদয়ের সব পরে আছে।
আজ কেউ নিস্তার চায়, বাঁচতে চায় একা একা
অন্তর স্বত্বা মুক্তি চায় বাহ্যিক আমার কাছে।
আমি বুঝাই, শাসনও করি কঠোর হয়ে
কে শোনে কার কথা- উল্টো হাঁটে রাতের উঠোন।
কানে শুনি ঝাঁকুনি চুড়ির বাতাসে মিশে আসে
আবছায়া দেখি এদিকওদিক হয় প্রেমের লুণ্ঠন।
নিশুত রাত বেশ উপভোগ্য তখন পায়চারি-
বকুলের ঘ্রাণের মাদকতায় হই প্রশান্ত চুপচাপ,
প্রশ্বাস ছাড়ি আর অপেক্ষায় মরি, কোথা তিলোত্তমা!
পাতায় জমা শিশিরের পানি ঝরে ফোঁটায় টুপটাপ।
সে কি আর জানে কত অধৈর্য্য হই?
'খুব করে পাশে চাই' শিরোনামে নতুন চিঠি লিখে মন।
যত আকুতির চিঠি মেঘেরা নিয়ে উড়ে গেছে দিগ্বিদিক
তার প্রত্যুত্তরের আশায় বিবাগী ফিরেছি সারাক্ষণ।
পাখিদের আনাগোনায় শেষে মুখরিত আশপাশ
পুবের আকাশ ধীরে ধীরে নেয় সচ্ছ প্রতিরূপ।
একা একাই প্রার্থনা করি শুনে রাত দিনের মালিক
সবটা জেনেও তিনি আপন মহিমে নিশ্চুপ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩-১২-২০২৩ (ভোরে)