নিত্যকার ব্যস্ততা....
জীবনের তাগিদে চলে কত কর্মযজ্ঞের মহড়া।
অগ্নি সারথি চোখের কথায়, "তুমি ভালোবাসতে পারো?"
তাচ্ছিল্যের সুরে নির্বিকার চলে নিরবে ঝগড়া।
তুই ঠিকই জানিস আমিও প্রেমিক
তবে বাঁধাধরা নিয়ম-নৈতিকতার ঔচিত্যবোধের বাইরে,
ভালো যে বাসবো আমার সময় কোথায়?
সাথে নিয়ে গোধূলির মায়া; সে আমার সময়ে নাইরে।
ওষুধ খাওয়া নিয়মের মত না হলে পোষায় না তোর
এত বায়নার মাঝখানে ধরাশায়ী আমি নিদারুণ,
কখনো তো ছাড় দিবি একটু আমাকেও বুঝলি না হয়
আমারও যে শান্তি লাগবে নেহাৎ অবস্থা করুণ!
কত হিসেব জীবনের; কত হক্কি ঝক্কি যেন যুদ্ধাহত
কখনো প্রশ্ন না করে আমার মগজ পড়েনিস,
আমিও প্রেমিক বিশ্বনিখিল মাথায় করে
ক্লান্ত পরিশ্রান্ত হলে কখনো কোল পেতে দিস।  


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ০৩/০৮/২০২০ (মাঝরাতে)