যদি জানতে
অবলীলায় বহমান নদীর কলকল উচ্ছ্বাসে,
আজীবন জলে ডুবেও তৃষাতুর মতন আক্ষেপ দ্যুতি!
বুঝতে নুড়ি পাথরের কষ্ট কত।।


যদি জানতে
আত্মজার দাবিতে একটাবার ভালোবেসে
উপসংহারের বিচ্ছেদে হয় যার নির্মম ক্ষতি
যে জন ছিল সূচনাতে রঙিন খোয়াবে ব্যস্ত।।


যদি জানতে.....


যদি জানতে
হাস্যরসের প্রতিবিম্ব অবুঝ আয়নার জলসায়
হায়! আয়না জানে না মানুষটা চৌচির ভেঙ্গে ভেঙ্গে
উচ্ছসিত ঠোঁটের কোণের যত লোক দেখানো নাটক।


যদি জানতে
ভাঙ্গা মানুষের কথা রাতের জ্যোৎস্নায়
হৃদকম্পন তার স্থির দৌঁড়ায় ডাহুক বিহঙ্গে
কত হাসি লেপ্টে রয়েছে খেয়াল করে না দর্শক।।


যদি জানতে......


যদি জানতে
জাগ্রত স্বপন আহামরি কিছু নয়
মায়ার তল্লায় সৌখিনতা আপেক্ষিক মাত্র
না দেয়া হোক তাই কদর্য অভিশাপ।


যদি জানতে
চর্মচক্ষু পারে না দেখতে অপার অভিনয়
জীবন গল্পে আলোহীন তার অস্তিত্বের সর্বত্র
অনুমতি আছে যে মৃত্যুর, তব স্বেচ্ছায় মহাপাপ।।


যদি জানতে.....


যদি জানতে
ধ্বঃসে না মাটি নেহাৎ বুক উঁচিয়ে চললেই
নুয়ায় না শির পর্বতের শৃঙ্গ কোনদিন
কিসের দাপটে আজ হুংকার তবে।।


যদি জানতে
নশ্বর পৃথিবীর বিনাশ পরমস্বত্মা বললেই
জাগতিক বিষয়াদি মিলিত হবে একদিন
আছো ভ্রুক্ষেপহীন অস্থায়ী তুষ্টির উদ্ভবে।


যদি জানতে......
: রনি পারভেজ (#JD)
১৪-০৭-২০২১