আমার চাওয়ার অভ্যেস ছিলো না
আবদারের যোগান ছিলো না বলে,
সিজদাবনত থেকে মাথা তুললেও
রিক্ত হাতে চাইবোটা কি যেতাম ভুলে।
মোনাজাতেও নিরেট বোকাসোকা চুপ
উর্ধ্বাকাশে দৃষ্টি  রাখি তিনি না অন্তর্যামী?
আওয়াজের কি আর অত আবশ্যকতা
তাই বলি যথেষ্ট হতে অবশেষে আমি।
দিন মাস গড়িয়ে এসে বছর দুই যুগ
অঘোষিত যুদ্ধের ব্যাপ্তি আর দীর্ঘ কত,
এমন একটা মুখ চাই যাকে দেখলেই
তুষার হিমে জমে যাবে বুকের লাভা যত।
নিয়তির ছুরিতে আহত জীবন রণক্ষেত্রে
তবে যত্ন নেয়ার এক জোড়া হাত হোক,
মেহেদির লালে খেলা করুক কাচের চুড়ি
আমার জন্য পরম যত্নে কাজল পরুক।
নিপাট পুলকে শাড়ি জড়াক হেসে হেসে
রাখুক বেঁধে দুদণ্ড নাহয় আঁচলে আঁচলে
হৃৎপিণ্ডে স্বরূপ এসে অনুভূতি নিয়ে
দোল দিয়ে যাক যেমনটা তার কানের দুলে।
খোঁপা মাথার এক বেলা ফুল হতে চাই
স্থির হতে চাই তার চোখের মণিতে
আমার আকাশ জুড়ে অমাবস্যা চরম
চাঁদটা হাসুক তার মায়ার জ্যোতিতে।
যুদ্ধ চালানোর সাহস যোগাক পাশে থেকে
ভরসা দিক কিছু হবে না হলেও রক্তপাত,
হাত ধরে রাখুক বেঁধে রাখুক শেষ অব্দি
সঙ্গিনী তাকে নিয়েই পেতে চাই জান্নাত।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ৩১/১০/২০২২ (রাত তিনটা)