আমি এক নিন্দিত নরকের বাসিন্দা যে;
ছিলো কদমের গুচ্ছ বৃষ্টিতে ভেজানোর অপরাধ।
উদ্বাস্তু হরষে না বুঝ মেনেছিল অন্তরাত্মা সে
আমি এক নিন্দিত নরকের বাসিন্দা যে;
কাজলের কালিতে অমানিশা, কেঁদেছিল কে?
কার অভিযোগের জলোচ্ছ্বাস এসে ভেঙেছে বাঁধ!
আমি এক নিন্দিত নরকের বাসিন্দা যে;
ছিলো কদমের গুচ্ছ বৃষ্টিতে ভেজানোর অপরাধ।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ২৪/০৬/২০২৩ সন্ধ্যায়