ধার নিয়ে ছিলাম মুহূর্ত কিছু
শর্তে চড়া ছিলো সুদের হার,
আমার আমাকে বিকিয়ে দিয়েও
টানতে পারিনি চক্রবৃদ্ধি তার।
স্বপনচারিনী সে মায়ার দেবী
আমি তিলোত্তমা ডাকি তারে;
সুদের তাগাদায় মাতম তুলে
কাজলের চোখে আড়ে আড়ে।
আমি যে নিঃস্ব, সব খুইয়েছি
অন্তঃসার শূন্য কাবলিওয়ালা,
তবু ডিক্রিজারি পেয়ে অধিকারী
সে দিলো হৃদয় মগজে তালা!
স্বপনে এসে মাথা নিয়ে নেয়
পেতে দেয় নরম গদির কোল;
আমি ঘুমাই পরিশ্রান্ত মতন
সে সুর বাধে তটিনীর কল্লোল।
হাতের তালু রাঙা মেহেদী লালে
আঙ্গুল চালায় পাগলের চুলে,
কপোলে চুমুর আলপনা দেয়
মম উল্লাস তার চিবুকের তিলে!
শাড়ির আঁচলে অধিকার চাবি
আমি হই গোলাম মহব্বতে,
তার শাসনে প্রেম শোষণে
আর না পারলাম কারো হতে।
শেষ রাতিতে ছটফট করি
সে আমার হৃদয় নিয়ে যায়,
নিগূঢ় রাতের কালোতে মিশে
পাই না প্রভাতের আলেয়ায়!
আকাশ নীলে চিরকুট লিখি
সাদা মেঘেরা ডাকপিয়ন,
কেন জানি তার মন গলে না
বাস্তবরূপে সে আসবে কখন?


________________________
কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৬-০৭-২০২৩ (বিকেলে)