আমি সম্ভব নয় জেনেও সম্ভাবনা খুঁজেছি
মনের যত্নে সহানুভূতির দায়িত্বে ছিল মগজ।
আধিপত্য বুঝানোর হলে উপেক্ষার ছবকে
ঠুনকো মনের আবদার সব করতাম তছনছ।
এড়িয়ে যাইনি অদ্যাবধি শুনেছি মনোযোগে
আকাশকুসুম কল্পনা যত- শুনেই হাসি পেত।
তবু কথা দিতাম ধৈর্য্য ধরতে মিথ্যা সান্ত্বনায়
তা নাহলে ভাঙা মন আবারও ভেঙে যেতো।
স্বার্থের এ শহরে সবাই লালসার পুজো করে
প্রেমের নামে নিলামে চলে ক্ষমতার দৌরাত্ম্য।
আবেগি মন যে বাচ্চা শিশু- জেদ ধরে আছে
মানতে নারাজ প্রেমানলে পুড়ে সখের রাজত্ব।
জীবন জুড়ে অমাবস্যা তবু চায় চাঁদের খোঁজ
ঐ চাঁদ মরিচীকা একটা তারাও নেই আকাশে।
দুই দুয়ারি চিন্তা ক্রমশ দুশ্চিন্তা হতে থাকলে
মনে শান্তি, অশরীরী মিশেছে অনুভব বাতাসে।
ছুঁয়ে দিয়ে উদ্দাম বুক কারো শিহরণে উপস্থিতি
অবচেতন মন দেখায় তখন ইসকাপনের টেক্কা!
মাঠে মরে রাজা সাথে সৈন্যের লস্কর তরতাজা
হেরেছে বিবেক জিতেছে মনের ধৈর্য্য পরিক্ষা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩-০৪-২০২৪ (মাঝরাত্রে)