আমি খুব সীমিতই চাই
অত ভারিক্কি কিছুতে আগ্রহ নেই মোটে,
অতি রঞ্জনী জাঁকজমক তো সহ্যই হয় না
সাদা কালো ধূসর এ-সব পছন্দ একচোটে।


অত অসাধারণ সাজ সজ্জা দৃষ্টিকটু
প্রসাধনীর লেপনে আছে শুধুই জংলীপনা,
গোসলের পানি মিহি গড়ালে উন্মুক্ত গড়নে
ওটাই খাটি পরম আদলে সৃষ্টির উদ্দীপনা।


সাধারণ হলেই তো প্রাকৃতিক লাগে
প্রকৃতির চেয়ে সুন্দর বলো আর কি আছে?
ঘষামাজার প্রবণতায় থাকলে এতই ফিকির
কালো ছায়াকেও হটাতে হবে দেহের পাছে!


সাদামাটা অতি সাধারণ রূপ চাই
জহুরির চোখে বসন্তের দাগ নেহাৎ তুচ্ছ;
শুধু গাল ফুলিয়ে অভিমানী হলেই হবে
দায়িত্ব নিয়ে খোঁপায় গুঁজবো বেলির গুচ্ছ।


মায়াভরা চোখে কাজলের প্রলেপ
আর কিছুটা দরদী হলে মায়ের মতন,
হ্যাঁ, অতটুকুই আমার জাগতিক প্রত্যাশা
বাকি যা পরিপক্ব মানুষ বুঝে সোহাগী যতন।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১-১২-২০২৩ (ভোরে)