অনিন্দ্য কিছু না, সাদামাটাই সব
রঙ নেই চোখ ধাধানোর এতটুকু।
নির্লিপ্ত বাসনায় কি রংধনুর দেখা
উল্টো ভুলে হারালে আকাশটুকু?


তুমি কি ভেবেছিলে যোগফল সব-
পুঞ্জীভূত মুনাফা আড্ডায় আড্ডায়?
সময় কত ফুরিয়েছ গোঁড়ামি করে
এহেন কর্মের বলো এখন কার দায়?


অসৎ সঙ্গে, সখার ঢংয়ে যত বনিবনা
ক্ষতি তোমার হওয়ার ছিলই বাস্তবে;
নামের বন্ধুত্বে গিয়ে অকাজে অজান্তে
দেখানো সঠিক দিশায় গিয়েছ কবে?


লোকে ঝারে কটুবাক্য নানান দুর্নাম
কাছের লোকও আশাহত বিশ্বাস করে,
খেয়ালের ভুলে বাজালে বিদায় ঘণ্টা
কেঁদে কি লাভ এখন তাকিয়ে ফিরে?


সুবিচারে অবহেলা নিজের প্রতি নিজে
কুটচালে পড়েছ তাই পেছন কাতারে,
জীবনের সুযোগ তো আসেই একবার
সেটাও হাতছাড়া করেছ অপব্যবহারে।


বয়স ক্রমশ বাড়লে জীবন জটিল হয়
ফুলের পাপড়ি ঝরে পড়ে ফলের জন্মে,
যা বিগত এখন তা শুধু অতীত জেনো
জীবন দুই দুই চার হবে থেকো না ভ্রমে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৬/১১/২০২৩ (দুপুরে)