চিরাচরিত নিয়মেই রোজ রোদ্দুর আসে
জানলা গলে চোখের পাতায় চিঠি লিখে,
আবহ এমন যেন তার চলছে তোরজোর
দুরন্তপনায় কারো কাছে জালাতন শিখে।


আলস্যের শরীর আমার নিস্তেজ হলেও
নিঃসঙ্গ মন শিশির বিন্দু দেখতে অভস্ত,
হম্বিতম্বি সাময়িক যা বিছানার আতিথ্য
জাগরণীদের গল্প খুঁজতে পরে হই ব্যস্ত।


আকাশের নিঃসীম শূন্যে উড়ে অপরিচিতা
হঠাৎ নীলের মুল্লুকে ডানা মেলেছে এসে,
স্মৃতির পাতা গেটে পাইনি কোনো তথ্য তার
দারুণ কর্তৃত্বে নিল আকাশের দখল, কে সে?


ভাবছি, হাঁটছি গায়ে জড়িয়ে মিহি বাতাস
দেখছি, প্রহর গুনছি অপার আগ্রহী মনে;
গাছের মগডালে যদি বুনলো যত্নের বাসা
তবে খচখচিয়ে উঠে কেন হৃদয়ের গহীনে।


এত সবুজে কাচা হলুদ রঙে রোদের খেলা
অন্যের জমিতে দাঁড়িয়ে পাগলের স্বাধীনতা,
রূপকথা নয় বরং সময়ের সবটা জীবন গল্প
জীবনের অংশ জীবন-ই হবে এটাই বাস্তবতা।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৮/১১/২০২৩ (ভোরে)