চলো আজকে তুলনায় মাতি
তুলনায় হোক দুইয়ে দুইয়ের হাতাহাতি....


তোমার চোখের দেয়াল যেটা
সেটা আমার চোখের প্রাচীর বরাবর।
তুমি একপাশে খোয়াব লিখলে
আমার পাশটাতে পড়ে যায় আঁচড়।
তাতে অনুমেয় কথার ফুল বিছিয়ে
মনে মনে হেসে ওঠো খিলখিল;
এপাশে আমি বিবাগী হাসির চেষ্টায়
আর হয়না ভ্রান্তিবিলাসের মিল।
হাতের স্পর্শে খুব শিহরিত ওপাশ
চুড়ির ঝুনঝুনে মেহেদীর কারুকাজ,
এপাশে রাশি রাশি ঝরেছে রক্ত
কালচে লালে মাথায় পড়েছে বাজ।
এত কাছাকাছি তবু দুই দুয়ারি -
আলো আঁধারের মিলন রেখা!
এই প্রভাতে আর সেই গোধূলি
খুব আদুরে ক্ষণিকের দেখা।
কত রঙের ছটায় চাকচিক্য তখন
অন্যেরা চোখ জুড়িয়ে তুলে রাখে ছবি,
ভ্রান্তির অন্তরালে তুমি আমি এপাশ ওপাশ
একা একা জুড়ে আছি নিয়ে যে যার পৃথিবী।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ২৭/০১/২০২৩