দূর সীমানায় যেনো তার উপস্থিতি
সে কাবলিওয়ালা নাকি মুসাফির?
হরেকরকম খুচরো কথায় মিশেল আকুতি
থমকে শুধু ভাব বেপরোয়া তবু ধীরস্থির।
মাথামোটা চরিত্রের ঠিক তবে বাউণ্ডুলে
সে আমাকে কত গল্পই না শোনায়,
ত্যক্ত করি এটা ওটা নিয়ে নিজের ভুলে
মাঝখানে সে ফেঁসে যায় হাজার দোটানায়।
রেগেমেগে শেষমেষ কত্ত ডাকনামে ডাকে
পেত্নী-চুন্নি-শাঁকচুন্নি-হাদি-পাগলি-ঝগড়াটে,
বেখেয়ালি হয়ে জিজ্ঞেস করি কেন আমাকে
ক্ষ্যাপান এত রাগান এত; পরে পড়েন বিভ্রাটে?
প্রত্যুত্তরে বলে কিনা, "ভয় পাই ভীষণ ;
নিজ অস্তিত্বের বিনাশ দেখি কাজল চোখে,
যমজের মতই মিলে যায় বাস্তব-কল্পনা এখন
মরুর বুকে যেন একটা গাছ সবুজ শাখে।"
অবুঝের মতো আবার প্রশ্ন করি, '' তারপর? "
আজগুবি প্রসঙ্গ টেনে দেয় ধামাচাপা সব,
কাকতাড়ুয়ার মত দাঁড়িয়ে করে না নড়চড়
আমি কান পেতে থাকি শুনতে কলরব।
একটু টলাতে বাহানা খুঁজে কত বলি চুর
সে তো সেই কথার কাবলিওয়ালা এক,
নিজে থেকে হাসে আবার নিজেই ভাংচুর
বায়স্কোপ কাঁধে ফেরি করে শহর আলেক।
কত রাগ তার, তাই সাজা মেনে কানেও ধরি
কত নারাজি তারপরও ঠিকই নিই তার পিছু,
বুঝের মানুষ অবুঝ সাজলে তখন কি করি?
একটু বেশিই হলো তো অমনি ডেকে উঠে বিচ্ছু।
তাকে কথার খোঁচায় পুড়াই কত, দিব্যি পুড়ে
পাগল সে পাগলামিতেই কয়লা হয়ে যায়,
ছায়া মানবীর পেছনে ছুটে কল্পিত শহরে
হেরে যায় হেরেও যাবে নাকি বাস্তব দুনিয়ায়।
তিলোত্তমা নামের ছায়া মানবী আমি বাস্তব বুঝি?
কল্পনাতে চুটিয়ে প্রেম আর বাস্তবতায় ভয়!
আমি দেখেও নিয়েছি জেনেও গিয়েছি স্বপ্ন পুঁজি
তিলোত্তমা নামের তাজ আমারই নেই সংশয়।
সে তো দিবে নিষেধাজ্ঞা ধফায় ধফায়
এটা না, সেটা না, যেন সব কিছুতে তার না,
আমি জানি মনের খুশি তবে সে এড়াতে চায়
বাস্তবতা মেনেও বুলি আওরায় তার কল্পনা।
তার লাগে সহজ কথা,শুনে একা একাই হাসি
বলেও উঠি আগে নিজে হন সহজ মানুষ,
জটিলতা নিয়ে সে কথার প্যাঁচানো রশি
দিনের শেষে গিয়ে সব তো কল্পনার দোষ।
আমি এত্ত ভালো তবু তার ছি ছি-
ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ডাকি গরু গাধা।
তার বেলায় ষোল আনা আর আমি নস্যি
সে হাঁটবে পিচের পথে আমি মাড়াবো কাদা।
বলি আমিও পাড় গুছিয়ে হাঁটতে জানি
লাফাতে জানি কাদা পানির বৃষ্টিতে,
শুধু একবার হোক স্বাধীকার কানাকানি
তাহলেই তো আমি বেশ থাকি স্বস্তিতে।
কাবলিওয়ালার ঠিকানা নেই তাতে কি?
হ্যামিলনের ইঁদুর হয়েই পিছু নিব বললাম,
ছায়া মানবী ছায়া সঙ্গীই হবে এই নিয়তি
সে হারুক আমি জিতবো বাজি ধরলাম।


to be continue....


লেখকঃ রনি পারভেজ  (#JD)
সময়কালঃ ২৯-০৮-২০২২