কাজল মণি আমি ডাকি না তারে
মম চিত্তই কাজলে কাজলে পাগল,
তীক্ষ্ণতা নিয়ে করে এফোঁড়ওফোঁড়
দৃষ্টিতে তার হরহামেশা বাঁধে হট্টগোল।
সেই গোলযোগে বিবশ মত থাকি স্থির
অসাড়তা পেয়ে বসে বুকের বামে খুব,
হেসে উঠে নির্ঝর স্ব শব্দে হাতের চুড়ি
প্রাণ সঞ্চার! দিয়ে অতল সাগরে ডুব।
সে হাঁটছে নাকি উড়ছে বলা দুষ্কর
কি আবছা পুলক সাধ্বী মুখ জুরে,
আমি পিছু নিই আলগোছে তার
সে আড়চোখে তাকায় ফিরে ফিরে।
পাশে গাছের গুঁড়ি সটান সোজা
এদিকে বাড়ে অতি নিশ্বাসে ধুকপুক
একটুতে রক্ষা তাই ভীতসন্ত্রস্ত হাঁপিয়ে
ধরা খেলেই প্রশ্নের বাণ ছুঁড়তো ধনুক!
হাঁটু ছেড়ে যেই মাথা তুলেছি শান্ত মত
দেহ থেকে আমার আমি পালালো তক্ষুনি,
সপাৎ করে বুঝার আগে হাত ধরে নিল
আর কেউ না সে আমার কাজল মণি।


কলমেঃ রনি পারভেজ (#JD)
সময়কালঃ ১৫/১২/২০২২