যাক ভালোই হলো
অন্ততপক্ষে হৃদয় বুঝ মেনেছে শেষে;
মানুষের সমুদ্রে মাথা গুনে ফায়দা নেই
হটকারি হয়ে আকাশ ছুঁয়ার অভিলাষে।


নীল তো বেদনার রঙ
তবু উড়ায় আনন্দে ওরা কাগজের ঘুড়ি;
কার আকাশ কোন কারণে চুরি হয়ে যায়
জানার আগ্রহে ছিলোনা এতটুকু মজবুরি।


অনুভব পুষেই মৃত্যু হলো
জিতে গেলো মুখ ফিরিয়ে কাকতাড়ুয়ার জেদ;
উত্তরি বাতাসে দোল খায় ফসলের জমিন
দোল খায় একাকিত্ম বোধে বিরাণ ব্যবচ্ছেদ।


কারোর চোখে জল নেই
পৃষ্ঠা উল্টানো শেষে হলো বইয়ের পাতারা হলুদ;
জীর্ণ মলাটে তখনো অস্তিত্ব আছে কাচের চুড়ির
পুরোনো বলেই কদর হারিয়ে আজ হলো কিম্ভূত।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১০-০১-২০২৪ (সকালে)