ঐ কলমের মৃত্যু হোক;
বাকরুদ্ধ হয়ে যাক তার শব্দ সব।
ডানা কাটা পাখির জীবন, ওটা জীবন নাকি?
খাঁচার পোষ্য আকাশ ছাড়তে করে কলরব।
যে আকাশে নীল নেই, নেই মেঘেদের দল
নেই কোনো তারকারাজি নক্ষত্র বিশেষ,
সে আকাশের বজ্র হতে না পারলে কলম
মৃত্যুই হোক নিয়ে পীড়িতের যাতনা-ক্লেশ!
রুদ্ধদ্বার পক্ষপাতে কিসের সৌখিনতা;
স্বাধীকার খর্বতা করে বলো আভিজাত্য?
শব্দের হাতুড়িতে ভাঙ্গবো খাঁচা-
মেলাবো ডানা দেখাতে নীলের বিশালত্ব।
বনভূমি উজার করে বানালে অট্টালিকা
বাঁধালে বন্দীর খাঁচা জানালার কাছে,
পাখিদের আঁটকে ঘুড়ি উড়ালে আকাশে-
এ কেমন দখল তোমার নির্লজ্জে?

কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৩-০১-২০২৪ (রাত্রে)