কেউ কখনো খুঁজে পায়নি গুপ্ত রেখেছি প্রেম
গহীন অতলে ঝিনুকের মতই সামুদ্রিক মুক্তা;
মগজের চালে গোলকধাঁধার সমাধান জটিল
স্বার্থের লোভে যে এসেছে সে হেরেছে অগত্যা।
খুব যত্ন করে বাঁচিয়ে রেখেছি হৃদয়ের মাকাম
'মহারাণী' সে তো যে কেউ নয় রূপের সজ্জায়,
ভাবনার মোড়ে মোড়ে রেখেছি তাই চেকপোস্ট
কত-শত আইনি শব্দ আমার কবিতার পাতায়।
আচমকাই প্রটোকল নিয়ে বেড়াতে এলো কেউ
স্বকীয়তার সেপাই সব নিমিষে গাইড হলো তার,
পিঠ পিছনে কব্জি ধরে করি পায়চারি দুশ্চিন্তায়
কাজল চোখের তীড়ে হেসে করে ভয়ের সঞ্চার।
ভীতি নিয়ে প্রহর গুনতেই বাড়ে ধুকপুক হৃদয়ে
পরিচয়ের পর্বে যদি বলেই বসে সে 'তিলোত্তমা'!
মহাকাল সাক্ষী আমার পৃথিবীটা স্থির হয়ে যাবে
প্রধান আসামিই হব মামলা হলেও অজ্ঞাতনামা।
কবিতার শহর থেকে না আসুক উৎখাত করতে
অধিকারে এসে দু'হাত না বাধুক শাড়ির আঁচলে,
গুপ্ত অনুভূতির মালিকানা নিলে আমি নিঃস্ব হব
কাবলিওয়ালা'র প্রাণ বন্দী হবে চিবুকের তিলে।


কলমেঃ রনি পারভেজ (JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২৮/১০/২০২৩ (দুপুরে)