হলে সত্যি- হ্যাঁ হ্যাঁ সত্যি;
পরিব্যপ্তি আনা-রত্তি জুড়ে ভাবনার।
বইয়ে পালকি আসে কাল কি,
কানে ঝুমকি, আহা ফুলকি সাধ্বী মুখটার!
চোখে চোখে অপলকে,
তারে দেখে, এঁকেবেঁকে ছুটে নদী কল্লোল,
রাত নামায় ভিজি জোছনায়,
একা একায় অপেক্ষায় সময়ের হিল্লোল।
যদি আসতো ভালোবাসতো;
বাঁকা হাসতো, কালি মাখতো লোচন জুগল।
বেঁধে বাহুডোরে জোরেসোরে,
কাকভোরে নালিশিসুরে শুনতাম "পাগল"।
অভিসারী প্রাণ, জীবনের গান
বেসুরো ম্লান, আকাশ সমান চাওয়ার পরিসর।
ভেঙ্গেছে আকাশ- করি হাসফাস,
বেড়েছে ত্রাস সাদাফুলে-কাশ সাজানো কবর।


[ কাবলিওয়ালা ]