সময় হারানোর হারাবেই রাগে অনুরাগে
এরই ফাঁকে যদি হারিয়ে বসি বুকের নিঃশ্বাস?
তোমার যদি কোনোদিন আগ্রহ জাগে
কবরের পাশে বিছিয়ে দিও গোলাপের সুভাস।


তথাকথিত গোরস্থানে ঠিকানা নাও হতে পারে
তবে ল্যাম্পপোস্ট দেখেছ তো রাস্তার বাঁকে?
সেই আলোর গালিচায় কিছুটা হেঁটো চুপিসারে
আপন ছায়ায় মনোযোগ দিলে পেয়ে যাবে আমাকে।


প্রদীপের নিচে অন্ধকার ছিলো ব্যস্ততায়-
এত আলো বিলানোর শেষে নিজের কাছে অপ্রতুল।
না মানলে কমতি আঙুল গুনে স্বার্থপর দুনিয়ায়
ক্ষমা করে দিও ভালোবেসে যদি করেই থাকি ভুল।


কত গেল ঝড়, কত বৃষ্টি, কত রৌদ্রতাপ
ঠায় দাঁড়িয়ে ল্যাম্পপোস্ট তোমার, স্মৃতিতে রেখো।
ভাঙ্গা বিস্কুট পেয়ালায় পরে, ঠোঁট ছুঁলো চায়ের কাপ
উঞ্চতার ছাপ অন্যবুকের জড়িয়ে আয়না দেখো।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৩/১২/২০২৩ (রাত্রে)