গোল্লা গেল আর ফুরালো
স্বপ্ন নায়ের যাত্রা,
ভ্রান্তিতে মাঝি কথার কাজি
যেই খোয়ালো মাত্রা।
হ্যাঁচকা টানে স্রোতের বানে
বৈঠা গেলে ভেস্তে,
মাঝ নদীতে দুর্গতিতে
আর না গেল জল সেঁচতে।
কথায় কথায় লুঙ্গি কাছায়
নাকি এই সেই করে ফেলবে,
বিদ্যা তার ডুব সাঁতার
গা বাচিয়ে চলবে।
এদিকে সাড়া দিশেহারা
মাঝি গিন্নীর কান্না,
কাঁপে কাঁপে মন ভেজা পাটাতন
আর রাগাবে না আর না।
ঢের হয়েছে বিয়ে দিয়েছে
বাপের বাড়ি সৎকার,
ফণা হুঁশ হুঁশ তার-ই দোষ
প্রভু, রাগ কমাও কর্তার।
কর্তার রাগে বিদ্যাবুদ্ধি জাগে
জল সেঁচে ভিজিয়ে হাত,
গুনের দড়ি ঘাড়ে সাঁতরায় পাড়ে
মাঝি ভুলে গেলে আঁতাত।
গুন টেনে নাও কিনারে এনে
খালি মুখে বাপ ভাই,
আমি ফিরিঙ্গি হলেও জীবনসঙ্গী
এই মান্যের সামনে তোর কেউ নাই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
রচনাকালঃ ১৭/০৬/২০২৩ (সন্ধ্যায়)