অনেকটা পথ আমি একা চলেছি -
সবুজ পেড়িয়ে বালুময় মরুর জমিন;
কখনো বেমালুম মুসাফির হয়ে
শুষ্ক ঠোঁটে কখনো সেজেছি বেদুঈন!
তাই পদযুগল আজি ক্লান্ত ভীষণ
রিক্ততা মেনে গুটিয়েছি হাতের মুষ্টি,
তপ্ত বালুতে ঝরা সোনালী রোদ্দুর
বাতাস এলে মিলিয়েছে পদছাপের সৃষ্টি!
সঙ্গী কেউ ছিলো না কেউ খুঁজেওনি
জীবনের হিসেবে দেউলিয়া পুজি শূণ্য,
কবরের মানচিত্র বুকে আজও ভূমিহীন
মাকামের মালিকের খেল আহা অনন্য।
এ যেন প্রায়শ্চিত্ত কোনো এক জনমের
বিনিদ্র রাতে আকাশের তারারাই জানে,
পাগলের প্রলাপ বকি মুক্তির দাবিতে
কেন প্রণয়ের শূণ্যতা ফুলের কাননে?
প্রত্যুত্তর আসেনি পাইনি চিঠিও আর
ডাকবাক্সে বুনেছে বুলবুলিতে বাসা,
উদগ্রীব নেই কেউ ফেরার পথ চেয়ে
অধরাই রয়ে গেছে জীবনের ভালোবাসা।
জানি নিভৃতেই হারাবে প্রাণ একদা
হাসি পায় অনুপস্থিতিতে কাঁদবে না কেউ,
মানুষের সমুদ্রে সাদা কালোর বিচিত্রিতা
পাড়ে বসে একাই গুনি ঢেউয়ের পরে ঢেউ।
আয়ুর হিসেব থেকে সময় খসেছে
সঞ্চয়ের খাতায় জমেছে নীল বেদনা,
কষ্টের মেঘেরা ওয়ারিশ দাবি করলে
বলি আমার আমিকে কাউকে দেব না।
ছন্নছাড়া বেহাল পরিস্থিতি যে বড় জটিল
সঙ্গিনী হয়ে সুখ প্রত্যাশি মানুষ পাবে কষ্ট,
আছে পথের মোড়ে মোড়ে অনিশ্চয়তা
কে চাইবে হারাতে হয়ে আপন মনে সচেষ্ট?



কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১৬/০৮/২০২৩ (রাত দুপুরে)