রোজই তো খবরের কাগজ আসে
শিরোনামে কতকিছু বেশুমার মত;
আমি আমার নিখোঁজ সংবাদ চাই
ছোট্ট কলামের কোণায় পড়া মত।
বেশ বহু বছর হলো হারিয়ে গেছি
জানার তেষ্টায় আমাকে কে চায়,
কারই বা একটু মনোযোগ ফিরবে
ধৈর্য হারাবে ফেরানোর অপেক্ষায়।
আনমনেই অস্থিরতা বাড়াবে চুড়ি
আয়নায় অভিযোগ চুলের খোঁপার,
হবে হয়তো বেলীফুল সব শুকিয়ে
মানীনির চুড়ির গুচ্ছ ভেঙে চুরমার।
আলতার কৌটোতে মন নেই আর
কাজলের স্পর্শ পায়নি চোখ দু'টো;
একটু সাজার তাগাদা দিই না যে
বাবুইয়ের যত্নে শিল্পের খড়কুটো।
যদি অনুপস্থিতি নাড়াই না দিলো
অধিকারের নিশ্চয়তা এক মিছে,
পথ চেয়ে অস্থিরতায় তোলপাড়
হৃদপিণ্ডে কামড়েছে কাঁকড়াবিছে।
এ বিষাদের মুক্তি স্বদিচ্ছার প্রকাশ
সন্ধান চাই! সন্ধান চাই! কাগজে,
বিজলী বেগে এসে বুকে জড়াবো
আনন্দের কান্না করো মুখ বুঁজে।
বিপরীত হলে নিখোঁজই থাকবো
চলে যাব শেষে কবরের ঠিকানায়,
চাইনা কথিত বানোয়াট ভালোবাসা
একাই ভালো আছি নিজের দুনিয়ায়।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ০৭/০৯/২০২৩ (রাত্রিতে)