হৃদপিণ্ডের ওজন আর কতটুকুই হবে-
ব্যস্ ওইটুকুই আমি ভালোবাসি তোমায়!
ওজনে কম হলে বলো আমার কি করার
ধুকপুকি যন্ত্র দু'টো দেয়নি পরম বিধাতায়!
তুমি তো পুরোটা জুড়ে আছো নিঃশর্তেই
তবে কেনো সন্দিহান হয়ে এত প্রশ্ন করো?
আমি কবুল করেছি জীবনের আত্মা ডেকে
তারপরও না এইটুকু আমাকে বুঝতে পারো।
তোমার চোখে বনিক সবাই প্রেমের সওদায়
আমি কি-না গোলাম হলাম মহব্বতের ভারে,
শেকলে বাঁধলে বাঁধো আমি হাত বাড়িয়েছি
শুধু দেখো না ওভাবে দু'চোখে আড়ে আড়ে।
তীক্ষ্ণতার কাজলে বিদ্ধ হয়ে ছটফটিয়ে উঠি
হেসে ওঠে আমার শুন্য আকাশের পুরোটাই;
কত কথাই বলি শব্দের পিঠে শব্দের দালান
এক 'তিলোত্তমা'র নামে মালিকানা খোদাই।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১১-০১-২০২৪ (দুপুরে)